প্রিয়তা

প্রিয়তা,
নীলকান্তের বুকে আজ প্রচন্ড ক্ষোভ,
কুচকুচে আধারের অমীমাংসিত
ধোঁয়াটে অভিমান,
তোমার জন্য।
কন্ঠে ব্যকুলতার হাহাকার,
ফোঁস ফোঁস নিশ্বাসের শব্দ আর
দৃষ্টির বেহায়াপনা।
তুমি দেখেছো বোধহয়।

দুরত্বের মাইলেজ ঘুচাতে মেসেঞ্জারের
পাতা ভর্তি সব আজগুবি আঁকিবুঁকি।
তোমাকে দেখার নির্লজ্জ আকুতি,
তারপর  শিশিরের টপটপ শব্দের সাথে সাথে
হেডফোনে আবেগাপ্লুত অনুভুতির
আদান প্রদান,
তুমি শুনেছো।
প্রিয়তা,
না হয় আরো একবার
মেতে উঠি উন্মাদ উন্মত্ততায়,
শীতের কুয়াশার চাদর
ঠেলে ফেলে দেই আধারের গর্ভে।
বিলীন হয়ে যাক সব।
পাতলা ঠোট জোড়া না হয়
ফুলে ফেঁপে উঠুক,
তীর ঘেঁষে পরে থাক কিছু
শিশিরের বিন্দু।।

#নীলকান্ত

SAVA BD(Social Association of Voluntary Activities Bangladesh)

No comments:

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...