ভালোবাসা হলো...

নীলকান্ত 

ভালোবাসা হলো..
যখন তুমি আমি পাশা পাশি।
ভালোবাসা হলো, 
যখন তুমি মিষ্টি অভিমানে
মুখ ফিরিয়ে,গাল ফুলিয়ে উদাস হয়ে;
সফেদ দেয়ালে আচর কাটো।
ভালোবাসা হলো..
বউ বলে ডাকলে তুমি
চোখ লুকিয়ে মিষ্টি হাসো।
ভালোবাসা হলো...
একটু ছুঁলে অভিমান ভুলে
জড়িয়ে ধরে কাঁদতে থাকো।
ভালোবাসা হলো...

ভালোবাসা হলো...
যখন তুমি আমি দূর বহুদুর। 
দূরালাপনি হাতের মুঠোয়
ব্যকুল হয়ে তাকিয়ে থাকা উদাস দুপুর।
ভালোবাসা হলো...
রিং টোনে তে আসছি কাছে,
ফোনটা ধরে অভিমানী সুর কানেতে বাজে,
ভালোবাসা হলো...
এক সহস্র বায়ু চুম্বন,
মিষ্টি করে তুমি টি বলা,
লক্ষী সোনা রাগ করোনা,মান টি ভাঙা।
ভালোবাসা হলো...
কাছে কিংবা দুর।
হৃদয়  মাঝে তোমার মুখের 
ছবিটি আঁকা, ভালোবাসি বলে
শেষ কথাতে ফোনটা রাখা।।।

(সংক্ষিপ্ত)
# নীলকান্ত

No comments:

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...