ভাল আছি আমি...

-নীলকান্ত

দুঃখ গুলোকে অনেক আগেই ছুটি দিয়ে দিয়েছি।সেই কবে! যেদিন একসাথে ভাসতে ভাসতে সুপর্না অন্য কারো হাত ধরে অন্য ভেলায় চেপেছিল।
মনের গহীনে চিনচিনে ব্যাথার তীব্র অনুভুতি নিয়ে বেঁচে থাকতে গিয়ে আঙুলের ফাঁকে নিকোটিন ভরা সিগারেটকে জীবনের সঙ্গী করেছিলাম সেদিন থেকে। তারপর রাত ভোর করা কথার ফুলঝুরি ভুলে থাকতে হাতের তালুতে কতবার ঘুম গুনেছি! মনে নেই। তবুও আমার রাতগুলো ভোর হত না।কত কত রাত অর্ধ নিদ্রা কিংবা বিনিদ্রার যন্ত্রণায় ছটফট করেছি,কত কত পূর্ণিমার রাতে চোখে কালো কাপড় বেঁধে অসহ্য স্মৃতিকাতরতায় কাতরিয়েছি তার ইয়াত্ত নেই।
চাদের আলো মুখে পড়লে মনে হত,এই। বুঝি আমি পুড়ে ভস্ব হয়ে যাব।আমি শেষ হয়ে যাব।তাই আধার রাত ছাড়া ঘর ছাড়িনি।
কিন্তু আজ আর না দিনের আলোকে ভয় পাই না রাতের আধারে গা লুকাই! আজ আমার হাত ধরে হাটার জন্য কেউ হাত বাড়িয়ে রাখে,চোখের কার্নিশে বেদনার কালছে ছোপ লাগার আগেই ঠোটের কার্নিশে হাসির রেখা ফুটিয়ে রাখে।।

আমি কি করে খারাপ থাকি?  হ্যা,অনেক ভালো আছি আমি। সুপর্নার সেই নিষ্ঠুর অসমাপ্ত পরিনতির চেয়ে অনেক ভালো আছ।ভালো থাকতে চাই।ভালোইঈ থাকবো।।

- নীলকান্ত

No comments:

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...