আনটাইটেল্ড


কুয়াশার চাদরে মুড়ানো শিশির ভেজা সকালটা হতবিহবল।
ঘুমে টলমল।
কিন্তু,
কাঁপা ঠোটে, বাঁকা চোখে
শ্বাস প্রশ্বাসে তোমার  আমন্ত্রণ
উষ্ণ ঈশারা,
আমার সাধ্য কি দূরে ঠেলে দেই!
যা পারেনি অনেক
মুনি ঋষিরা।

তাই,
হাড় কাঁপানো শীতের সাথে পাল্লা দিয়ে
শীত পালানো , মন মাতানো
উষ্ণ জলে গোপন স্নান।
হুস হাস শব্দ,
আলিঙ্গনের দৃঢ় বাহু  বন্ধন,
সবিশেষ
এক রত্তি কামনার বর্ষণ।

অতঃপর,
শিশিরভেজা তৃপ্ত ক্লান্ত শরীর দুটির এক হয়ে পরে থাকা।
আর ঠোটের কার্নিশে এক চিলতে জয় পরাজয়ের আনন্দ।
আর, খুঁজে পাওয়া টাচ প্যাডে
দু ছত্র লেখার ছন্দ।
যা বলে বলুক লোকে,
বলবে না হয় ভালো,নয়তো
"হতচ্ছারা লিখেছে বড়ই মন্দ।"

#নীলকান্ত নীলকান্ত

No comments:

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...