এক ফোঁটা শিশির


         এক ফোঁটা শিশির         

কোন এক মধ্য রাতের আধারে
হয়েছিলেম এক গোপন অভিসারে,
ভালবাসার শূন্য উপতক্যায়
উন্মাদ-উন্মত্ততায়।
অনুভূতির এক ফোঁটা শিশির ঝরিয়েছিলেম
তোমার শুষ্ক মরুভূমিতে,
মাতাল ভালবাসার উত্তাল স্পর্শে
জীবনের স্পন্ধন জাগিয়েছিলেম
অনাবাদি তোমার জমিতে।

Book: Nilkanter premerkobitaboli
copy right@Nilkanto 

No comments:

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...