সরি...

তোর চাওয়াতে কোন দোষ নেই
কিন্তু,আমার ধরা দিতে ভয় হয়!
পাছে হারানো স্বপ্ন গুলো না
আবার পথ হারায়।
তোর কাছে আসায় দোষ নেই,
কিন্তু,আমার ছোয়া দিতে ভয় হয়,
পাছে ছোঁয়াচে কষ্ট গুলো না
আবার কষ্ট বাড়ায়!!

সীমান্তের কাটা তারের বেড়া ডিঙিয়ে
নতুন স্বপ্ন দেখার ইচ্ছেতে
আশা গুলো উঁকি দেয়,
সফেদ দেয়ালে ছিটকে লাগা
ব্যর্থতার কালো দাগগুলো, তার উপর
নিরাশার প্রলেপ লাগায়।
সত্যি বলছি,
তোর চাওয়াতে কোন ভুল ছিলো না,
কিন্তু আমার কাছে পেতে ভয় হয়,
পাছে পথ হারা স্বপ্ন গুলো না,
আবার পথ হারায়।।
পাছে ছোঁয়াচে কষ্ট গুলো না
আবার কষ্ট বাড়ায়!!

#নীলকান্ত
[[তোর জন্য......]]

www.facebook.com/swopnonil

No comments:

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...