তুই দুঃখ দেখিসনি

মিথ্যে সুখের খোলসে ঢাকা, আমার হাসি দেখেছিস তুই,
কয়লা পোড়া দগদগে আগুনে ঝলসানো দুঃখ দেখিসনি।
নীল আকাশে উড়ন্ত বলাকার
ধবধবে সাদা মিছিল দেখেছিস তুই,
অসহ্য যন্ত্রনায় কাতর ডানাভাঙা
সেই পাখিটার আর্তনাদ ;
তুই শুনিসনি।

সেই কবে!
সেই কবেই তোর শিকারী গুলিতে
আমি ডানাভেঙে পরেছি!
তারপর আর কখনো উড়তে পারিনি।
তুই সেই যন্ত্রনার খবর কখনো পেয়েছিস?
পা'স নি।
তুই মিথ্যে সুখের খোলসে ঢাকা
আমার সুখ দেখেছিস,
যন্ত্রনায় কাতরানো ডানা ভাঙা
আমার দুঃখ দেখিসনি।।

#নীলকান্ত

www.24evergreenlove. blogspot. com

No comments:

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...