তোমায় খুঁজে ফিরি

তোমায় খুঁজে ফিরি
                নীলকান্ত 


হন্যে হয়ে তোমায় খুঁজে ফিরি
কখন পুরনিমার রুপালি চাঁদে-
কখন বা অমাবস্যার রাতে
জোনাকির মিটিমিটি আলোয়;
শ্রাবনে একটানা বৃষ্টিতে ,
দক্ষিণা হাওয়ায় ভেসে বেড়ানো কাশফুলে,
অথবা দিন রাতের সন্ধিক্ষণ
রাঙা গোধূলিতে।

মেঘলা আকাশে কাল মেঘের
রগরগে বরসায়,
অথবা ফাগুণের নীল আকাশে
সালা মেঘের ভেলায়-
তোমায় খুঁজে ফিরি একান্ত আনমনে
ফেলে আসা স্মৃতির দরজায়।

গোমানির বুকে পাল তোলা-
জেলেদের নৌকায়,
বরষার প্লাবনে কলা গাছের ভভেলায়-
তোমায় খুঁজে ফিরি; আজ-
তেইশ বছর পড়ে, জীবনের এ বেলায়। 

1 comment:

Arjun said...

Bhai jothesto bhalo kobita kintu rogroge borsar bodole abisranto borsa ta besi bhalo manabe. Noy ki?

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...