বিলাসিতা

নীলকান্ত 


বিলাসিতা, আমার ভালো লাগে
আমি উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী,
আমার ভালো লাগে,স্বপ্নের ঘরে থাকতে
বামন হয়ে চাঁদে হাত দেবার-
কিংবা ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে
 লক্ষ নয় , কোটি টাকার স্বপ্ন দেখতে।
আরাম কেদারায় বসে ,ঠোটে সিগারেট জ্বালিয়ে
ধোঁয়া উঠা ব্লাক কফি হাতে
ভালো লাগে,
মান্না দে- কিশোর কুমারের গান ।
এমনিতেই কারও নাম ধরে
হঠাৎ ডেকে উঠা,
কিংবা শীতের সকালে গায়ে মখমলের
চাদর জড়িয়ে গম্ভীরতার ভান।
ভাল লাগে -
আমার ভালো লাগে,
এই যৌবনে প্রিয় মানুষটিকে
 জড়িয়ে ধরে অবাধ্য চুম্বন।
কিংবা পথের শেষে গোধূলি বেলায়
ঘাসের বিছানায় পাশা- পাশি বসে থাকা,
জীবনের ছায়া অংকন।
আমার ভালো লাগে এই সব বিলাসিতা,
জীবনের প্রয়োজনে। ।  

No comments:

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...