তবে ভালোবাসিস তুই

বউ বলে তোকে, অকারণে ডেকে যাই;
রাগ করিস তুই?
হয়ত কখনো আদর করে,
ধীর পায়ে চুপটি মেরে
পেছন থেকে জাপটে ধরে
তুল-তুলে তোর গ্রীবাদেশে
চুম্বনেরই রেখা টেনে দেই,
রাগ করিস তুই?

যখন তুই বুকের উপর
মুখ লুকিয়ে কান্না করিস;
দু হাতে তোর চিবুক ধরে
ললাটে তোর আদর করে,
লক্ষী বলে কাছে টেনে নেই,
রাগ করিস তুই??

ঘর থেকে বাহিরে যেতেই,
দরজার ফাঁকে মুখ লুকোনো
দু নয়ন তোর ছলছলিয়ে ;
দেখলে পরে,
দৌড়ে আসি।
জড়িয়ে ধরে শূন্যে তুলে
শুকনো ঠোটে আদর দিয়ে,
বলি যখন ভালোবাসি,
রাগ করিস তুই??

লক্ষী -সোনা,বউ কিংবা অমুকের মা
বললে পরে মুচকি হাসিস।
রাগ করিস তুই?
মটকু না হয় হলাম আমি
তুই আমার শুটকি হলি,
আদর করে বললে পুটি,
রাগ করিস তুই?
তবে ভালবাসিস তুই।।

#নীলকান্ত
(কল্পনা মিশ্রিত। হয়ত কোন একদিন এরকমই হবে, পুটি)

Nilkanto( নীলকান্ত)

No comments:

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...