ধুলো জমা স্মৃতির পাতা হাতড়ে কখনো সুখগুলো খোঁজার চেষ্টা করি।তারপর, একটা একটা করে মহাকালের অতল গহবরে নিমজ্জিত সেইসব ভালো দিনগুলো যখন তুলে আনতে চাই উপরে। তখনই সুতোয় টান পড়ে।অতীতের হাজারো ভুলগুলো নিচের দিকে আকড়ে ধরে লাল পিঁপড়ের মত।
তারপর, অসংখ্য কামড়ের যন্ত্রণায় কাতরে উঠে আমার সুখের সূতো।
আঘাতে আঘাতে,কামড়ে-কামড়ে জীর্ণ সুখ গুলো মুক্তি চায়।
"দাও,দাও, আমাকে মুক্তি দাও।"
চলে সুখের আর্তনাদ আর ভুলগুলোর জয়োল্লাস ।
বিমর্ষ মন বলে,
"বরং এই ভালো তুই যেখানে আছিস, সেখানেই থাক।"
তাই হারিয়ে যাওয়া সুখগুলোকে আবারো মহাকালের স্রোতে ভাসিয়ে দিয়ে বলি, এই বুঝি ভালো হবে! আবারো নতুন সুখ খুঁজে পাবো কোন একদিন।
হয়ত আজ না আগামীকাল কিংবা পরশু কিংবা কোন এক গোধূলির লালিমায় অথবা জীবনের গোধূলি বেলায় মৃত্যুর পেয়ালায়।।
পাবো হয়ত কোন একদিন!!!!
#নীলকান্ত_উপলব্ধি
Nilkanto( নীলকান্ত)
No comments:
Post a Comment