তোর শরীরে বিদ্যুৎ এর প্রবাহ আছে না কি?
কাছে গেলে গা শিরশির করে,
ছুতে চাইলেই ছিটকে পড়ি দূরে;
বোধহয়, ৩৩ হাজার ভোল্টের প্রবাহ চলে,
দশ ফুট দূরে থেকেও ঝিনঝিন করে গা।
তুই জানিস?
তুই জানিস,
কতবার ছুতে গিয়েও গুটিয়ে নিয়েছি হাত?
কতবার অভুক্ত মন নিয়ে এসেছি ফিরে!
কতদিন-
সীমানার কাটাতারের বেড়া ডিঙানোর ভয়ে,
পাইনি নাগাল তোর!
আচ্ছা বলতো,
তোর শরীরে "লাইন অফ কন্ট্রল" আঁকা আছে নাকি!!
কাছে গেলে গা শিরশির করে,
ছুতে চাইলেই ছিটকে পড়ি দূরে;
বোধহয়, ৩৩ হাজার ভোল্টের প্রবাহ চলে,
দশ ফুট দূরে থেকেও ঝিনঝিন করে গা।
তুই জানিস?
তুই জানিস,
কতবার ছুতে গিয়েও গুটিয়ে নিয়েছি হাত?
কতবার অভুক্ত মন নিয়ে এসেছি ফিরে!
কতদিন-
সীমানার কাটাতারের বেড়া ডিঙানোর ভয়ে,
পাইনি নাগাল তোর!
আচ্ছা বলতো,
তোর শরীরে "লাইন অফ কন্ট্রল" আঁকা আছে নাকি!!
#নীলকান্ত ©
[[মধু দা'র একটা স্ট্যাটাস এ কমেন্ট করেছিলাম।শেষের লাইনটা নিজের কাছে ভালো লাগায় আমার টাইমলাইন এ পোষ্ট করলাম]]
[[মধু দা'র একটা স্ট্যাটাস এ কমেন্ট করেছিলাম।শেষের লাইনটা নিজের কাছে ভালো লাগায় আমার টাইমলাইন এ পোষ্ট করলাম]]
www.facebook.com/swopnonil
No comments:
Post a Comment