নীলকান্ত

নীলকান্ত,
তুই বিখ্যাত হয়ে গেছিস,জানিস?
তোর ভ্যান্না তলায় কলার পাতার ঘর,
শাড়ির আঁচল ছুঁইয়ে, নগ্ন বুকে
প্রেমের তুফান,
গলা টিপে হত্যা করা ভালোবাসার ভ্রুন,
কারো মন ছুঁয়েছে।
নীলকান্ত,
তুই জানিস,তুই বিখ্যাত হয়ে গেছিস?
পত্রিকার সাহিত্য পাতায় তোর কবিতা ছাপাবে বলে
অগ্রিম জানিয়ে দিলো।
শুস্ক মরুতে যে সবুজের উদ্যান করবি বলেছিলি,
এবার তার কূপ খননের পালা!
বালি ছেকে পানি তোলার আহবান।
নীল, তুই জানিস?
তোর কবিতা, কোন রমনীর মনের
আঙিনায় বাসা বেধেছে!
ঘর বেধেছে তেপান্তরের মাঠে?
স্বপ্ন বিভোর চক্ষুহতে ঘুম কেড়েছে,
হৃদয় নোঙর ফেলছে মনের ঘাটে।
নীলকান্ত,
তুই জানিস, তুই বিখ্যাত হয়ে গেছিস।
হা হা হা...
বিখ্যাত হয়ে গেছিস!!
#নীলকান্ত©
www.facebook.com/swopnonil

No comments:

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...