লাভ এবং শেয়ারিং

কাউকে সব কিছু শেয়ার করতে না পারলে সেখানে আর যাই থাক ভালোবাসা থাকে কিনা জানি না।
বিশ্বাসটা সেখানে ভেণ্ডারওয়ালের মত হয়ে যায়।টোকা লাগলে ভেঙে পড়ে।
এমন কোন ছেলে/মেয়ে নাই যে তার প্রেমিকা বা প্রেমিকের কাছে অন্যের প্রশংসা তথাপি গুনগান শুনতে রাজি আছে।।
যাই হোক, আমি এ বিষয়ে আর কিছুই বলব না।আমি অনেক কঠিন মানুষ। আমার মনটাও অনেক শক্ত পাথরের মত।
পাথরের উপর পাথর ধাক্কা খেলে হয় দুটোই ভেঙে যায়, না হয় যেকোন একটা অথবা দূরে সরে যায়।
আর পাথরে পানি ছিটালে পাথর তবুও ভিজে থাকে। এই তো,তাই না?
যদি আগে জানতাম, নিজের সুখ দুঃখ অন্যের কাছে শেয়ার করার মানে হলো নিজেকে অস্পৃশ্য করে তোলা। তবে কখনোই কিছু বলতাম না।বরং যে উড়ুু মতবাদ আমাকে ঘিরে প্রচলিত তেমনি থাকাই যুক্তিযুক্ত ছিলো।
ফেসবুকে কাউকে ব্লক করে রাখা মানে সে যতই কাছের মানুষ হোক না কেন তাকে তোমার সবকিছু থেকে দূরে সরিয়ে রাখা।সে না পারবে তোমাকে মেসেজ করতে না তোমার অনুভুতির খতিয়ান বুঝতে।
জীবনের হিসাবটাও একই রকম।তুমি কাউকে কিছু না শেয়ার করলে সে কখনোঈ তোমাকে বুঝতে পারবে না।কারন তার মাথায় তো আর জট নেই, না সে কোন মুনি ঋষি যে অন্যের মনের ভাবনাটাও একনিমিষে পড়ে ফেলতে পারবে!
ভালোবাসার সেখানেই সলিল সমাধি।ভালোবাসা সেখানেই শ্মশানের চিতায় জ্বলে ছাই হয়ে বাতাসে মিশে যাবে।।
কষ্ট তো তখন পাবেই।কারন সেই সমাধি সৌধের স্থপতি যে আর কেউ নয়,তুমি।।
www.facebook.com/swopnonil

No comments:

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...