এই যে,
এরা সব কাঠবিড়ালের দল,
লেজ উচিয়ে ঘোরে-ফিরে,
খায় গাছের পাকা ফল।।
এরা সব কাঠবিড়ালের দল।
রাজনীতির মাঠটা গরম,
আছে ক্ষমতা,শক্তি,বল;
এবার তোকে কে ঠেকাবে,
ইচ্ছা মত চল।
এরা সব কাঠবিড়ালের দল।।
আছে ক্ষমতা,শক্তি,বল;
এবার তোকে কে ঠেকাবে,
ইচ্ছা মত চল।
এরা সব কাঠবিড়ালের দল।।
অবশ্য জাত আছে দুটো,
কেউ কারো কাছে হবে না কো ছোট,
শুধু,
দ্বন্দ্ব তাদের কে খাবে কোন ফল!
কেউ পেড়ে খায় গাছ থেকে তো
কেউ কুড়ায় গাছের তল।
যত যাই বলো রে ভায়া,
এরা সব কাঠবিড়ালের দল।
কেউ কারো কাছে হবে না কো ছোট,
শুধু,
দ্বন্দ্ব তাদের কে খাবে কোন ফল!
কেউ পেড়ে খায় গাছ থেকে তো
কেউ কুড়ায় গাছের তল।
যত যাই বলো রে ভায়া,
এরা সব কাঠবিড়ালের দল।
আর আমরা??
আমরা মানুষ বড়ই খাস,
পদে পদে তাই খেয়ে যাই বাশ।।
মুখ ফুটে বললে কিছু,
এরা বলে," আরে শালা,তুই আবার কি চাস?? "
আমরা মানুষ বড়ই খাস,
পদে পদে তাই খেয়ে যাই বাশ।।
মুখ ফুটে বললে কিছু,
এরা বলে," আরে শালা,তুই আবার কি চাস?? "
আমাদের নরম কমল দিল,
ভুলেও কভু মারি না এদের ঢিল,
কুকুরের সাথে কতই না তাই মিল,
ঠ্যাঙানি খেলেও পরের বার
মারব আবার একই জায়গায় সীল।।
ভুলেও কভু মারি না এদের ঢিল,
কুকুরের সাথে কতই না তাই মিল,
ঠ্যাঙানি খেলেও পরের বার
মারব আবার একই জায়গায় সীল।।
তারপর,
আবার এরা লেজ উচিয়ে
খাবে গাছের ফল,
চেয়ে চেয়ে দেখব আমরা
ফেলব চোখের জল।
আরে শালা,
আগেই বলেছি, এরা কাঠবিড়ালের দল।।
আবার এরা লেজ উচিয়ে
খাবে গাছের ফল,
চেয়ে চেয়ে দেখব আমরা
ফেলব চোখের জল।
আরে শালা,
আগেই বলেছি, এরা কাঠবিড়ালের দল।।
www.facebook.com/swopnonil
No comments:
Post a Comment