চাষ করব .
তোমার তপ্ত মরূ অঞ্চল
আমার সুপ্ত আগ্নেয়গিরি।
ভেতরে উত্তপ্ত লাভা,উদগীরনের
অপেক্ষায়।।
শীতের থুরথুরে বুড়ি পালিয়েছে
ভালবাসার যাতাকলে পিষে।
মোটা লেপের যে আস্তরন ছিল,
শরীরের যেটুকু কাপড় ছিল,
হারিয়েছে-
ভালবাসার উষ্ণতা মিশে।
কিন্তু,
তোমার মরূতে যে কুপ করেছি খনন
তাতে পানি নেই।
ভেজেনি সেখানকার বালি মাটি,
জন্মায় নি সবুজ ফসল।
আমার আগ্নেয়গিরি আছে,
ভেতরে উত্তপ্ত লাভা আছে;
ভিজিয়ে দেব তোমার খা খা মরুভুমি,
নিচ থেকে তুলে আনব উষ্ণ পানি,
ভরিয়ে দেব সবুজ।
এক ফোটা দু ফোটা করে।।।
(সংক্ষেপিত)
নীলকান্ত
তোমার তপ্ত মরূ অঞ্চল
আমার সুপ্ত আগ্নেয়গিরি।
ভেতরে উত্তপ্ত লাভা,উদগীরনের
অপেক্ষায়।।
শীতের থুরথুরে বুড়ি পালিয়েছে
ভালবাসার যাতাকলে পিষে।
মোটা লেপের যে আস্তরন ছিল,
শরীরের যেটুকু কাপড় ছিল,
হারিয়েছে-
ভালবাসার উষ্ণতা মিশে।
কিন্তু,
তোমার মরূতে যে কুপ করেছি খনন
তাতে পানি নেই।
ভেজেনি সেখানকার বালি মাটি,
জন্মায় নি সবুজ ফসল।
আমার আগ্নেয়গিরি আছে,
ভেতরে উত্তপ্ত লাভা আছে;
ভিজিয়ে দেব তোমার খা খা মরুভুমি,
নিচ থেকে তুলে আনব উষ্ণ পানি,
ভরিয়ে দেব সবুজ।
এক ফোটা দু ফোটা করে।।।
(সংক্ষেপিত)
নীলকান্ত
No comments:
Post a Comment