আয় ঘুম! আয়!!

বুঝি না, ঘুমের কি হয়েছে!!সারা রাত আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় কেটে গেলো।
সকালে উঠে শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছে।মনে হচ্ছে আরো একটু ঘুমানো দরকার ছিল।কিন্তু কোথায় সে ঘুম, কোথায় সেই ঘুম পাড়ানি মাসী-পিসী!!
মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের ঘুম দেখলে মনে হয় আবার শিশু হয়ে যাই।আতুর ঘরের ১০ দিনের সদ্যজাত শিশু অথবা ৫ মাস বয়সী হাত-পা ছোড়াছুঁড়ি করা সেই ৩/৪ কেজির বাচ্চা ছেলে।
আর ঘুম না এলে মা কিংবা দাদী আমায় কোলে নিয়ে ঘুম পাড়ানির গল্প শোনাবে।সুর করে বলে যাবে, আ..আয়...ঘুম...আ...আয়।কিংবা ঘুম পাড়ানি মাসী-পিসীকে খাটে বসানোর লোভ দেখিয়ে ডেকে যাবে অবিরত।তারপর একসময় ঘুমের দেবতা আমার উপর ভর করবে আর ঘুমের রাজ্যে স্বপ্নের সাথে বিচরণ হবে আমার।

বুলবুলি ধান খেয়ে যাবে যাক, বর্গী দেশে এলো, আসুক কিংবা মাসী-পিসী আমার খাট দখল করল,করুক। কিছুই যাবে আসবে না, শুধু ঘুম আর ঘুম!!
আহ!!! আহা!!

www.facebook.com/swopnonil

No comments:

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...